মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীর শিলমান্দী ইউনিয়ন বিএনপির লড়াকু সৈনিক — মোহাম্মদ বোরহান উদ্দিন। হাসনাত আব্দুল্লাহর মানসিক চিকিৎসা প্রয়োজন: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বেনাপোলে বারোপোতা গ্রামের ট্রাক্টরের চাপায় ছাত্র মৃত্যু যশোরে বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু, ককটেল ঘিরে রহস্য শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, নারীসহ ৫ জন গুরুতর আহত, আলামিন গ্রেফতার সাভারে কিস্তির টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন যশোরের শার্শায় উপজেলায় প্রতিদিন ৬ কোটি টাকার আম বিক্রি হয় যে বাজারে মাধবদীর কুড়েরপাড়ে কনফিডেন্স মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন দেবিদ্বারে ভ্যানচালক শফিউল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেফতার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, নারীসহ ৫ জন গুরুতর আহত, আলামিন গ্রেফতার

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, নারীসহ ৫ জন গুরুতর আহত, আলামিন গ্রেফতার

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার জানখারটেক এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী মো. সজিব মিয়া (৩০) শিবপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ১৯ মে সকালে অভিযুক্ত আলামিনের (৪০) নেতৃত্বে ওয়াসিম (৩৬), মো. জসিম মিয়া (৩৬), তোহা (২৮), মো. সাইফুল ইসলাম (৪২), শাহিনুর বেগম (৫০), আইন আলী (৬০) ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার মাতা আরজুন নাহার বেগম (৬৫)-এর উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ওয়াসিম লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। তোহা নামে এক হামলাকারী চাইনিজ কুড়াল দিয়ে নাজমিন বেগম (৪০)-কে মাথায় কোপ দেন, ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এছাড়া অন্যান্য হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে আরও কয়েকজনকে আহত করে এবং ঘরের আলমারি ভেঙে নগদ সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় সালাম, কালাম ও রুহুল আমিন নামেও আরও কয়েকজন জড়িত ছিলেন।

আহতদের স্থানীয়দের সহায়তায় নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ইতোমধ্যে অভিযুক্ত আলামিনকে নরসিংদীর বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত