সোমবার, ১৪ Jul ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: স্লোগানে মুখরিত শহর, সোহাগ হত্যার বিচার দাবি।
নাজাত ডেস্ক রিপোর্ট।
‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টারিম কী করে’—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নওগাঁ শহর। সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে নওগাঁ জেলা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে সোহাগকে যেভাবে হত্যা করে উল্লাস করা হয়েছে, তা নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায় নওগাঁ জেলা ছাত্রদল।
তারা অভিযোগ করেন, একটি গোপন সংগঠন দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা ছড়িয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সোহাগ হত্যার বিচার দ্রুত নিশ্চিত না হলে সারাদেশে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জীবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতারা জানান, অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।