শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, নারীসহ ৫ জন গুরুতর আহত, আলামিন গ্রেফতার
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার জানখারটেক এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগী মো. সজিব মিয়া (৩০) শিবপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ১৯ মে সকালে অভিযুক্ত আলামিনের (৪০) নেতৃত্বে ওয়াসিম (৩৬), মো. জসিম মিয়া (৩৬), তোহা (২৮), মো. সাইফুল ইসলাম (৪২), শাহিনুর বেগম (৫০), আইন আলী (৬০) ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার মাতা আরজুন নাহার বেগম (৬৫)-এর উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ওয়াসিম লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। তোহা নামে এক হামলাকারী চাইনিজ কুড়াল দিয়ে নাজমিন বেগম (৪০)-কে মাথায় কোপ দেন, ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এছাড়া অন্যান্য হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে আরও কয়েকজনকে আহত করে এবং ঘরের আলমারি ভেঙে নগদ সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় সালাম, কালাম ও রুহুল আমিন নামেও আরও কয়েকজন জড়িত ছিলেন।
আহতদের স্থানীয়দের সহায়তায় নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, "অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ইতোমধ্যে অভিযুক্ত আলামিনকে নরসিংদীর বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।"