রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল ঘাটাইল এক শিশু শ্রমিককে চুরির অপবাদে পিটিয়ে হ*ত্যা। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে বেকু দিয়ে সরকারি বেড়ীবাঁধ কর্তনের অভিযোগ এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম শুরু বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার। রায়পুরায় বন বিভাগের ২৬ শতাধিক গাছ কেটে অফিসার্স ক্লাব নির্মাণ: সমঝোতার চেষ্টা চলছে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত মোছাঃ তহমিনা বেগম বিউটি , সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৭ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ নরসিংদী শহর ওলামা দলের সভাপতি নির্বাচিত হলেন মুফতি আল আমিন উখিয়ায় বিজিবির অভিযানে ৯,৮০০ পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপার আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে আলোচিত ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশরাফুল আমিনের হাতে আহতদের জন্য বরাদ্দ সরকারি অনুদানের চেক তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে আশরাফুল আমিন অনুদানের চেক গ্রহণ করেন। গেজেট নম্বর ১৮৭ ও মেডিকেল কেস আইডি ২৩৪৭২-তে তার নাম অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, আশরাফুল আমিন ছিলেন ছাত্রলীগের গোয়াইনঘাট উপজেলা কমিটির (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক। নন্দীরগাঁও ইউনিয়নের আব্দুস সুবহানের ছেলে আশরাফুলকে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারী হিসেবে চিহ্নিত করে তার নাম বাতিলের দাবি তুলেছেন।

একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আশরাফুল আমিন নিজেরাই আমাদের ওপর হামলা করেছে, এখন সেই ব্যক্তি কীভাবে আহতদের তালিকায় স্থান পেল এবং সরকারি অনুদান গ্রহণ করলো? এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

অভিযুক্ত আশরাফুল আমিন দৈনিক কালবেলা-কে জানান, “২০১৭ ও ২০১৮ সালে দুটি হত্যা মামলায় আসামি হওয়ার পর আমি রাজনীতি থেকে সরে যাই এবং বিদেশে পাড়ি জমাই। ২০২৪ সালের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমি যোগ দিই। গত ৪ আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হই। আমার শরীরে পাঁচটি গুলি লাগে, যার মধ্যে তিনটি অপারেশনের মাধ্যমে বের করা হয়।”

তিনি আরও দাবি করেন, “আমি ইচ্ছাকৃতভাবে তালিকায় নাম দেইনি, আমার অবস্থান বিবেচনায় হয়তো কেউ অন্তর্ভুক্ত করেছে।”

এ বিষয়ে ইউএনও রতন কুমার অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, “আমরা বিষয়টি জানার পর প্রতিনিধি দল নিয়ে গোয়াইনঘাট গিয়েছি। আমরা প্রশাসনের কাছে পরিষ্কারভাবে বলেছি, যারা প্রকৃত আহত, তারাই যেন চূড়ান্ত তালিকায় থাকেন। ভুয়া বা বিতর্কিত কেউ যেন তালিকায় না থাকে।”

শিক্ষার্থীরা এই ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত