সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
উখিয়ায় বিজিবির অভিযানে ৯,৮০০ পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপার আটক
সংবাদ প্রতিবেদন:
কক্সবাজার: উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির তল্লাশি অভিযানে ৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস থেকে বাসচালক ও হেলপারকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পায়রা সার্ভিসের বাসে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সদস্য ‘ডগ ক্যালভিন’। প্রশিক্ষিত এই কুকুরের সাহায্যে বাসের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি গোপন চেম্বার থেকে ৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বাসের চালক ও হেলপার, যাদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছে বলে বিজিবি জানায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ইয়াবাসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।