বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ৯ আগস্ট ভৈরবে দম্পতিসহ ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা। ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট। বর্ষার পানি উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিনাজপুরের বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক নারীকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট।

নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট।

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী পৌরসভার আওতাধীন বিভিন্ন স্থানে অটো-সিএনজি স্ট্যান্ডের নামে রাস্তার পাশে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অথচ, পৌরসভা কর্তৃক নির্ধারিত স্ট্যান্ড ব্যতীত রাস্তা বা জনসাধারণের চলাচলের জায়গা থেকে কোনো ধরনের পৌর চাঁদা আদায় করা সম্পূর্ণরূপে অবৈধ।

পৌর আইন অনুযায়ী, ২০০৯ সালের “পৌরসভা আইন” এর ধারা ৮২ ও ৮৬ অনুযায়ী, পৌরসভা শুধুমাত্র নির্ধারিত ও প্রকাশ্য নোটিশের মাধ্যমে অনুমোদিত স্থানেই যানবাহনের স্ট্যান্ড স্থাপন ও ইজারা দিতে পারে। রাস্তার পাশ বা অনুমোদনহীন জায়গায় ইজারা বা চাঁদা আদায় রাষ্ট্রীয় আইনের পরিপন্থী।

ধারা ৮৬ (১) অনুযায়ী:
“পৌরসভা প্রয়োজন মনে করিলে যানবাহন বা পশুর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করিতে পারিবে এবং উহা ইজারা দিতে পারিবে। তবে উক্ত নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও দাঁড় করানো, রাখা বা চাঁদা আদায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।”

নরসিংদী পৌরসভার নির্ধারিত অটো-সিএনজি স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো স্থানে ইজারার নামে রাস্তার পাশে চাঁদা তোলা হলে তা আইনত বেআইনি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত