নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী পৌরসভার আওতাধীন বিভিন্ন স্থানে অটো-সিএনজি স্ট্যান্ডের নামে রাস্তার পাশে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অথচ, পৌরসভা কর্তৃক নির্ধারিত স্ট্যান্ড ব্যতীত রাস্তা বা জনসাধারণের চলাচলের জায়গা থেকে কোনো ধরনের পৌর চাঁদা আদায় করা সম্পূর্ণরূপে অবৈধ।
পৌর আইন অনুযায়ী, ২০০৯ সালের "পৌরসভা আইন" এর ধারা ৮২ ও ৮৬ অনুযায়ী, পৌরসভা শুধুমাত্র নির্ধারিত ও প্রকাশ্য নোটিশের মাধ্যমে অনুমোদিত স্থানেই যানবাহনের স্ট্যান্ড স্থাপন ও ইজারা দিতে পারে। রাস্তার পাশ বা অনুমোদনহীন জায়গায় ইজারা বা চাঁদা আদায় রাষ্ট্রীয় আইনের পরিপন্থী।
ধারা ৮৬ (১) অনুযায়ী:
"পৌরসভা প্রয়োজন মনে করিলে যানবাহন বা পশুর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করিতে পারিবে এবং উহা ইজারা দিতে পারিবে। তবে উক্ত নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও দাঁড় করানো, রাখা বা চাঁদা আদায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।"
নরসিংদী পৌরসভার নির্ধারিত অটো-সিএনজি স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো স্থানে ইজারার নামে রাস্তার পাশে চাঁদা তোলা হলে তা আইনত বেআইনি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।