রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
ভৈরবে দম্পতিসহ ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ
ভৈরব প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫
ভৈরবের পঞ্চবটী পুকুরপাড় এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৭ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন—পঞ্চবটী পুকুরপাড় এলাকার কালু ফকিরের ছেলে মাইনুদ্দীন এবং তার স্ত্রী ঝিনুক বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।