বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
“দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ইজিবাইকের ০৪ টি ব্যাটারী উদ্ধারসহ ০৩ জন কে গ্রেফতার”
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর কোতয়ালী থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় কোতয়ালী থানা পুলিশ তাদের অভিযান তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের দিক-নির্দেশনায় গত ১৯/০৪/২০২৫ ইং তারিখে ইজিবাইক চালককে মারধর ও বেধে রেখে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে ইজিবাইকের ০৪ (চার) টি ব্যাটারী উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়। দিনাজপুর কোতয়ালী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এছাড়াও দিনাজপুর জেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধনির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।