রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
বিনা অনুমতিতে বিদেশ যাত্রা: শিবপুরে ইউপি সদস্য আমির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু
নাজাত ডেস্ক রিপোর্ট।
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আমির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ গমন করেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়ভাবে এই ঘটনার মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি সদস্য হিসেবে বিদেশ গমনের পূর্বে স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
এই বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।