বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নাজাত ২৩ নিউজ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) সফল অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান ও উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল বাছেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ও কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশীনগর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
অভিযানের প্রথম ধাপে, ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ এমরান মোল্লা (৪৬), পিতা- মৃত মোঃ মৌজালী মোল্লা, সাং- চাওড়া চলাভাঙা, থানা- আমতলী, জেলা- বরগুনা, বর্তমান ঠিকানা আব্দুল্লাহপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা কে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে একই দিনে রাত ১১টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশীনগর এলাকা থেকে মোঃ আনোয়ার (২৭), পিতা- মোঃ সেলিম, সাং- জেনেভা ক্যাম্প, ব্লক-জি, রোড নং-০৭, বাসা নং-৪৮২, থানা- মোহাম্মদপুর, ঢাকা মহানগর কে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
সিডিএমএস বিশ্লেষণে দেখা গেছে, গ্রেফতারকৃত মোঃ এমরান মোল্লার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে এবং মোঃ আনোয়ারের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও দুটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।