শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
বিরলে বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৯৬ বোতল মদ জব্দ
মোছা তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি =============================
বিরলের ডুংডুংগী বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের টহল দল ভারতীয় নিষিদ্ধ ৯৬ বোতল মদ জব্দ করেছে।
রবিবার (২১ জুলাই) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা দক্ষিণ ডুংডুংগী নামক এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ ডুংডুংগী বিওপি’র ৩২৫/৩ পিলার সংলগ্ন আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এলাকা থেকে এসব নিষিদ্ধ মদ জব্দ করা হয়। তবে এসব নিষিদ্ধ মাদকদ্রব্যের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।
বিজিবি এক বার্তায় ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর বলে জানায়। সীমান্তে মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য অনুরোধ জানান