শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের চেষ্টা, অভিযুক্ত তাজু খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী রুবেলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার কুমারখালীর গ্রামে প্রথমবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা খেলা নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, এক লাখ টাকায় ধামাচাপার অভিযোগ। হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২৫০ পিস বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ও ৫০ পিস ইয়াবাসহ মহিলা আটক দিনাজপুর মহাসড়কে জুম্মার নামাজ জীবনের ঝুঁকি নিয়ে আদায় করছেন মুসুল্লিরা। হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মারধর, আটক ১০ দাঁড়িপাল্লা প্রতীকে নরসিংদী-১ আসনে নির্বাচন করতে চান মো. ইব্রাহিম ভূঁইয়া নরসিংদীর ২নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক ওয়ার্ডে রূপান্তরের প্রত্যয় বেপারী রেজাউল করিম রেজার। রায়পুরায় বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাবলে বড় ভুল হবে: হুঁশিয়ারি নেতাদের।

কুষ্টিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

কুষ্টিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা দেড়টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বাক্স বসানোর কথা জানিয়েছেন তাঁরা।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রেসক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের জাকির হোসেন সরকার বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর আমরা কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব পেয়েছি। এরপর বিভিন্ন সময়ে জেলার বালুমহাল নিয়ে অভিযোগ এবং নিউজ হয়েছে। তবে সরাসরি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন।’

অভিযোগ বক্সের বিষয়ে জাকির হোসেন সরকার বলেন, এই বাক্সে যেকোনো ব্যক্তি নির্ভয়ে নিজেদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন। এর মাধ্যমে যেকোনো উপজেলার নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো যাবে। বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদক কারবারের সঙ্গে জড়িত এবং রাজনীতিকে ব্যবহার করে এলাকায় প্রভাব বা আধিপত্য দেখায় এমন বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রতি সপ্তাহে সাংবাদিক ও উপস্থিত জনগণের সামনে বাক্স খোলা হবে। এতে দেওয়া প্রতিটি অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করা হবে এবং সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ বলেন, ‘অনেকেই বিভিন্ন সময় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ বা সরকারি দপ্তরে চাপ দিয়ে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। আজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমার দলের মধ্যে কেউ যদি এমন কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর বিষয়ে যেন অভিযোগ দেন। আমরা এই অভিযোগকারীর পরিচয় গোপন রাখব। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল থেকে দ্রুত ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকির হোসেন সরকার বলেন, দলের দু-একজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে। কোনো নেতা সরাসরি জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তাঁর দায় নিতে পারে। তবে কোনো পদে ছিল, এমন ব্যক্তির দায় দল নেবে না।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত