বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ্য বিনোদনে ১৪ বছরে কোটি মানুষের হৃদয়ে মাছরাঙ্গা টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ৯ আগস্ট ভৈরবে দম্পতিসহ ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা। ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট। বর্ষার পানি উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিনাজপুরের বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক নারীকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে আলোচিত ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশরাফুল আমিনের হাতে আহতদের জন্য বরাদ্দ সরকারি অনুদানের চেক তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে আশরাফুল আমিন অনুদানের চেক গ্রহণ করেন। গেজেট নম্বর ১৮৭ ও মেডিকেল কেস আইডি ২৩৪৭২-তে তার নাম অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, আশরাফুল আমিন ছিলেন ছাত্রলীগের গোয়াইনঘাট উপজেলা কমিটির (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক। নন্দীরগাঁও ইউনিয়নের আব্দুস সুবহানের ছেলে আশরাফুলকে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারী হিসেবে চিহ্নিত করে তার নাম বাতিলের দাবি তুলেছেন।

একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আশরাফুল আমিন নিজেরাই আমাদের ওপর হামলা করেছে, এখন সেই ব্যক্তি কীভাবে আহতদের তালিকায় স্থান পেল এবং সরকারি অনুদান গ্রহণ করলো? এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

অভিযুক্ত আশরাফুল আমিন দৈনিক কালবেলা-কে জানান, “২০১৭ ও ২০১৮ সালে দুটি হত্যা মামলায় আসামি হওয়ার পর আমি রাজনীতি থেকে সরে যাই এবং বিদেশে পাড়ি জমাই। ২০২৪ সালের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমি যোগ দিই। গত ৪ আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হই। আমার শরীরে পাঁচটি গুলি লাগে, যার মধ্যে তিনটি অপারেশনের মাধ্যমে বের করা হয়।”

তিনি আরও দাবি করেন, “আমি ইচ্ছাকৃতভাবে তালিকায় নাম দেইনি, আমার অবস্থান বিবেচনায় হয়তো কেউ অন্তর্ভুক্ত করেছে।”

এ বিষয়ে ইউএনও রতন কুমার অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, “আমরা বিষয়টি জানার পর প্রতিনিধি দল নিয়ে গোয়াইনঘাট গিয়েছি। আমরা প্রশাসনের কাছে পরিষ্কারভাবে বলেছি, যারা প্রকৃত আহত, তারাই যেন চূড়ান্ত তালিকায় থাকেন। ভুয়া বা বিতর্কিত কেউ যেন তালিকায় না থাকে।”

শিক্ষার্থীরা এই ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত