মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বিরল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ শীর্ষ নেতারা জেলহাজতে। শিবপুরে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘ তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: স্লোগানে মুখরিত শহর, সোহাগ হত্যার বিচার দাবি। দিনাজপুরে তিন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানে। শিবপুরে ছাত্রনেতা নূর ই আলম মোল্লার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আকরামুল হাসান মিন্টু কুমিল্লায় রোটারী ক্লাব অবকুমিল্লা ভিক্টোরিয়ার ১৫ তম অভিষেক বিরলে ১৯৮ বোতল ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারী গ্রেফতার মোঃ জাহিদ হোসেন দিনাজপুর

স্কুলে শিক্ষকতা না করেও বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি!

স্কুলে শিক্ষকতা না করেও বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি!

নাজাত ডেস্ক রিপোর্ট।

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষক দম্পতিটি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘদিন বসবাস করছেন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর তারা ভারত চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ দেশে ফিরলেও, তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা রানী মন্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে তার অনুপস্থিতিতেও নিয়মিত বেতন তোলা হয়।

অধ্যক্ষ বাড়ৈ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী অসুস্থতার কারণে ছুটিতে আছেন এবং নিয়ম মেনেই ছুটি নিয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুই দফায় ছয় মাসের ছুটি নেওয়া হলেও এটি এমপিও নীতিমালার লঙ্ঘন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির প্রমাণ মেলায় গত ১৮ মার্চ তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন মাউশির সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। ভারতে থাকাকালে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পান্ডে।

কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই দম্পতি পরিচালনা পর্ষদ ও প্রশাসনের একটি মহলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন। তাদের কাজে সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমানন্দ সরকার বলেন, “দুর্লভানন্দ বাড়ৈ অনিয়ম করে চাকরি নিয়েছেন। এখন ভারতে বসবাস করেও বাংলাদেশের অর্থে চলেছেন।”

এ বিষয়ে ডাসার উপজেলার ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, “অভিযোগের তদন্ত চলছে। প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত