মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার জাতীয় প্রেসক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ, বৃষ্টিতে ভিজেও দুর্বার প্রতিবাদ
স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আজ (সোমবার) বৃষ্টি উপেক্ষা করে চিকিৎসকরা একত্রিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানাতে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমান দেশপ্রেমিক ও গণতন্ত্রের প্রতীক। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।”
তারা আরও জানান, আন্দোলন ও প্রতিবাদ যত বাধাই আসুক, তারা পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সোচ্চার থাকবেন।
প্রতিবাদকারীরা স্লোগান দেন ও বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা অবিলম্বে অপপ্রচারের জন্য দায়ীদের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
বৃষ্টির ভেতরেও দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানান চিকিৎসকরা—গণতন্ত্র ও সত্যের পক্ষে তাদের অবস্থান অবিচল থাকবে বলেই জানান।