রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি-নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ ও দোকান বন্ধ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় ব্যবসায়ীরা চাঁদাবাজদের গ্রেপ্তার, নৈরাজ্য বন্ধ এবং বাজারে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
ব্যবসায়ীরা আরও জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্বস্তি ফিরবে না বলেও তারা মন্তব্য করেন।
অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ব্যবসায়ীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেছেন।