রবিবার, ১৩ Jul ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
দিনাজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর, আহত শতাধিক
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাচিনীয়া বাজার এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এতে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাচিনীয়া বাজার এলাকায় বিএনপির দুইটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ দুপুরে হঠাৎ করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় উভয় পক্ষের কর্মীরা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন এবং বাজারে দাঁড়িয়ে থাকা অন্তত ৫০টির বেশি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, দলীয় কোন্দলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।