শনিবার, ১২ Jul ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
রায়পুরার মির্জাচরে বালু লুটপাট: প্রতিবাদ করলেই হামলা, সাংবাদিকদের হত্যার হুমকি চেয়ারম্যানের!
নিজস্ব প্রতিবেদক |
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে উঠেছে বালু খেকোদের রাজত্ব। অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যান মাহফুজা ও তার ঘনিষ্ঠ নুরুল ইসলাম গং ড্রেজার মেশিন বসিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।
এ অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধনের ডাক দিলে, সেখানে হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অস্ত্রের মহড়া দিয়ে পিস্তল, বন্দুক, রামদা, টেটা হাতে মাহফুজা চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী উপস্থিত হয়ে নিরীহ গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে নারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সাহসী স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করলে তাদের ফোনে ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, কে এই মাহফুজা চেয়ারম্যান? কাদের আশ্রয়-প্রশ্রয়ে চলছে এই বালু লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব?
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।