মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ট্রাক্টরের ফাল চুরির মিথ্যা অপবাদ।। ‎বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। ‎মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর বিরল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ শীর্ষ নেতারা জেলহাজতে। শিবপুরে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘ তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: স্লোগানে মুখরিত শহর, সোহাগ হত্যার বিচার দাবি। দিনাজপুরে তিন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানে। শিবপুরে ছাত্রনেতা নূর ই আলম মোল্লার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আকরামুল হাসান মিন্টু কুমিল্লায় রোটারী ক্লাব অবকুমিল্লা ভিক্টোরিয়ার ১৫ তম অভিষেক

মাধবদীর কুড়েরপাড়ে কনফিডেন্স মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

মাধবদীর কুড়েরপাড়ে কনফিডেন্স মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

শিশুদের রোগবালাই, ফসলের ক্ষতি—দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী এলাকার মেহেরপাড়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের কুড়েরপাড়ে অবস্থিত কনফিডেন্স মিল থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে দূষিত কালো ধোঁয়া। এই ধোঁয়ার ফলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসীরা জানায়, মিলের চিমনি থেকে নিরবিচারে ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়া, যা শুধু শ্বাসপ্রশ্বাসের সমস্যাই সৃষ্টি করছে না—এর ফলে ফসলেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, এলার্জি, ও ত্বকের নানা সমস্যা।

একজন স্থানীয় কৃষক বলেন, “আগে জমিতে যে ফলন হতো, এখন তার অর্ধেকও হচ্ছে না। ধোঁয়ার কারণে গাছের পাতাও ঝরে যায়।”

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মিলটি পরিবেশগত কোনো নিয়ম মানছে না। জানালা খোলা রাখা যায় না, বাইরে হাঁটতে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শিশুরা খেলার সুযোগ হারাচ্ছে, স্কুলে গিয়েও অসুস্থ হয়ে পড়ে।

তারা কনফিডেন্স মিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা মিল বন্ধ চাই না, কিন্তু অন্তত এমন ব্যবস্থা নিন যাতে আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি।”

এদিকে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান ভুক্তভোগীরা। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি—এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

“পরিবেশ নষ্ট করে উন্নয়ন নয়—স্বাস্থ্য ও ভবিষ্যৎ রক্ষায় চাই কার্যকর পদক্ষেপ”
– জনস্বার্থ বার্তা ডেস্ক

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত