শনিবার, ১২ Jul ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি-নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ ও দোকান বন্ধ ঢাকার মিটফোর্ডে চাঁদার জেরে নৃশংস হত্যাকাণ্ড, বিচার চান নিহত সোহাগের পরিবার রায়পুরার মির্জাচরে বালু লুটপাট: প্রতিবাদ করলেই হামলা, সাংবাদিকদের হত্যার হুমকি চেয়ারম্যানের! নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ, আধিপত্য বিস্তারে উত্তেজনা | আহত ৩ যদি চাঁদাবাজি করে দলের নাম ব্যবহার করেই কেউ ছাড় পেয়ে যায়, তাহলে বিএনপি আর আওয়ামী লীগে পার্থক্য কী?” যশোর-বেনাপোল সীমান্তে ১০ দিনে ৩ চোরাকারবারীসহ ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটে উৎপাদন পুরোপুরি বন্ধ দিনাজপুর জেলার সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জদের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা” নরসিংদীর মাধবদীতে রুপালি ডাইং থেকে ৩ কোটি টাকা চাঁদা দাবি, তালা ঝুললো কারখানায়! রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু গ্রেফতার।

নরসিংদীতে কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদীতে কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীতে শেখেরচর বাবুরহাট এলাকায় বসত ঘরে ঢুকে তিথী (১৪) নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত তিথীর মা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে বাবুরহাট বাজারের দক্ষিণ পাশে মোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাট এলাকায় ১৪ বছর বয়সি তিথী ও ৪ বছর বয়সি তার প্রতিবন্ধী ভাই এবং মা আছমা বেগম তাদের বসত ঘরে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তিথীর বাবা মোফাজ্জল হোসেন নিজের পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় বসত ঘরে দুজনকে পড়ে থাকতে দেখেন। আর ছেলেটি খাটে শুয়েছিল।

পরে স্থানীদের সহযোগিতায় মোফাজ্জল দুজনকেই নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তিথীকে মৃত ঘোষণা করেন। আছমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, নিহত তিথীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হামলা করে পালিয়েছে।

এ ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হক, ডিবি ওসি মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত