শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
নরসিংদীর মাধবদীতে রুপালি ডাইং থেকে ৩ কোটি টাকা চাঁদা দাবি, তালা ঝুললো কারখানায়!
ব্যবহৃত ছবিটি প্রতিকী হিসেবে ব্যবহার করা হয়েছে
মাধবদী (নরসিংদী), ১১ জুলাই:
নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের আওতাধীন রুপালি ডাইং লিমিটেড-এ ৩ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শাহিদুজ্জামান অপু-র বিরুদ্ধে।
চাঁদা না পেয়ে কারখানাটিতে তালা মেরে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।
স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটির মালিকের কাছে অনেকেই টাকা পায়। হয়তো কেউ পাওনা না পেয়ে তালা লাগিয়েছে। বিষয়টি জানতে অভিযুক্ত অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইলে পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
—