শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মাধবদী কাদরিয়া আসমান দিয়া দরবার শরীফে হামলার হুমকি, জেলা সূফী সংস্থার সমন্বয়কারীর আহ্বান: উত্তেজনা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার নরসিংদী রেল স্টেশনে হকার-দোকানদারদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি, পুলিশ-স্টেশন মাস্টারের ভাগ, আতঙ্কে ভুক্তভোগীরা নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের নেতাদের দাপটে দিশেহারা সরকার। ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মে দিবসে বৃহস্পতিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ এভারকেয়ার হসপিটাল ঢাকা’র উদ্যোগে নরসিংদীর প্রাইম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প। খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ।

নরসিংদীর ভূমিদস্যু রিপন ও এবাদুল্লাহ গংদের ১২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

নরসিংদীর ভূমিদস্যু রিপন ও এবাদুল্লাহ গংদের ১২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

আর এ লায়ন সরকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে বালু উত্তোলনের সময়  ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে আটক করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন (৪৫), চাঁন মিয়ার ছেলে মো. এবাদুল্লাহ (৩৫)।
এ সময় তাদের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ছয় লাখ টাকা করে নগদ ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে, রিপন গং প্রভাব খাটিয়ে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বেশ কয়েকটি ড্রেজার ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করে দিতো।

এতে নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছিল মেঘনা নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার।
সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি মৌজার কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুদস্যুখ্যাত রিপন-এবাদুল্লা সহ কয়েকজন প্রভাবশালী  ব্যক্তি।

পরে তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় প্রত্যেককে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দু’জনের কাছ থেকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনে ১২ লাখ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া  হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত