রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল ঘাটাইল এক শিশু শ্রমিককে চুরির অপবাদে পিটিয়ে হ*ত্যা। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে বেকু দিয়ে সরকারি বেড়ীবাঁধ কর্তনের অভিযোগ এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম শুরু বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার। রায়পুরায় বন বিভাগের ২৬ শতাধিক গাছ কেটে অফিসার্স ক্লাব নির্মাণ: সমঝোতার চেষ্টা চলছে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত মোছাঃ তহমিনা বেগম বিউটি , সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৭ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ নরসিংদী শহর ওলামা দলের সভাপতি নির্বাচিত হলেন মুফতি আল আমিন উখিয়ায় বিজিবির অভিযানে ৯,৮০০ পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপার আটক

ঝিকরগাছা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নিসহ ছয়জন আহত

ঝিকরগাছা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নিসহ ছয়জন আহত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:

-যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা (মুন্নি) ও তার গ্রুপের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুরাদুন্নবী মুরাদ, যুবদল নেতা আবু মুছা মিন্টু, আরমান হোসেন কাকন, আরাফাত কল্লোল ও কামাল হোসেন আহত হয়েছেন।

জানা গেছে, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকালে উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। এতে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একপর্যায়ে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম যুবদল নেতা আবু মুসা মিন্টুকে সভাকক্ষে ঢুকতে নিষেধ করেন। এ কথায় উপস্থিতিদের মধ্যে হট্টগোল বাধে। পরে উপজেলা প্রশাসন দ্রুত সভা শেষ করে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল বলেন, ‘চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা সভায় তুচ্ছ ঘটনায় মিন্টুর সাথে শহিদুল ভাইয়ের বাকবিতণ্ড হয়। সভা শেষে আমরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ে আসছিলাম। সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে সেখানে লাঠি নিয়ে থাকা টিপু গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় কেন্দ্রীয় নেত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নির ডান হাত আঘাতপ্রাপ্ত হয়েছে ও মিন্টুর মাথা ফেটে গেছে।’

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলায় সভা চলাকালে মিন্টু ১৫-২০ জন নিয়ে প্রবেশ করলে আমি নিষেধ করি। তখন সে আমাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারে এবং অকথ্য ভাষা ব্যবহার করে। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনা জানাজানি হলে কিছু নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়।’

এটি একটি বিছিন্নঘটনা দাবি করে উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু বলেন, ‘উপজেলা প্রশাসনের সভায় মিন্টু সিনিয়র নেতৃবৃন্দর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় কিছু ক্ষুব্ধ নেতাকর্মী তার উপর চড়াও হয়। কোনো অবস্থাতেই ঝিকরগাছাকে কেউ অশান্ত করতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।’

উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নেতাকর্মী-সমর্থকরা মোর্ত্তজা এলাহী টিপু ও সাবিরা সুলতানা মুন্নি দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে।#

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত