শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আ’লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে হাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি পালন নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেনের উপর সশস্ত্র হামলা যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

ঝিকরগাছা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নিসহ ছয়জন আহত

ঝিকরগাছা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নিসহ ছয়জন আহত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:

-যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা (মুন্নি) ও তার গ্রুপের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুরাদুন্নবী মুরাদ, যুবদল নেতা আবু মুছা মিন্টু, আরমান হোসেন কাকন, আরাফাত কল্লোল ও কামাল হোসেন আহত হয়েছেন।

জানা গেছে, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকালে উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। এতে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একপর্যায়ে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম যুবদল নেতা আবু মুসা মিন্টুকে সভাকক্ষে ঢুকতে নিষেধ করেন। এ কথায় উপস্থিতিদের মধ্যে হট্টগোল বাধে। পরে উপজেলা প্রশাসন দ্রুত সভা শেষ করে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল বলেন, ‘চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা সভায় তুচ্ছ ঘটনায় মিন্টুর সাথে শহিদুল ভাইয়ের বাকবিতণ্ড হয়। সভা শেষে আমরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ে আসছিলাম। সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে সেখানে লাঠি নিয়ে থাকা টিপু গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় কেন্দ্রীয় নেত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নির ডান হাত আঘাতপ্রাপ্ত হয়েছে ও মিন্টুর মাথা ফেটে গেছে।’

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলায় সভা চলাকালে মিন্টু ১৫-২০ জন নিয়ে প্রবেশ করলে আমি নিষেধ করি। তখন সে আমাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারে এবং অকথ্য ভাষা ব্যবহার করে। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনা জানাজানি হলে কিছু নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়।’

এটি একটি বিছিন্নঘটনা দাবি করে উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু বলেন, ‘উপজেলা প্রশাসনের সভায় মিন্টু সিনিয়র নেতৃবৃন্দর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় কিছু ক্ষুব্ধ নেতাকর্মী তার উপর চড়াও হয়। কোনো অবস্থাতেই ঝিকরগাছাকে কেউ অশান্ত করতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।’

উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নেতাকর্মী-সমর্থকরা মোর্ত্তজা এলাহী টিপু ও সাবিরা সুলতানা মুন্নি দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে।#

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত