বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি।
নাজাত ডেস্ক রিপোর্ট।
আগামী ১১ দিন (২৯ জুলাই থেকে ৮ আগস্ট) সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আশঙ্কা করা হচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে-বিদেশে ছদ্মবেশে সহিংসতা, নৈরাজ্য ও হামলার পরিকল্পনায় লিপ্ত হতে পারেন।
এই প্রেক্ষাপটে দেশের সব পুলিশ ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি মোবাইল পেট্রল, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং ভার্চুয়াল অপপ্রচারকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
🔴 স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, “দেশকে অস্থিতিশীল করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
#বিশেষ_সতর্কতা #নৈরাজ্য_প্রতিরোধ #বাংলাদেশ #আওয়ামীলীগ #পুলিশ_নির্দেশনা