বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ৯ আগস্ট
মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি ॥
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং ২৯৩৬)-এর নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই ২০২৫ মঙ্গলবার নির্বাচন কমিশনার এডভোকেট মো. ওমর ফারুক স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জুলাই খশড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র সরবরাহ ৩০-৩১ জুলাই। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ৩ আগস্ট সকাল ১১টায়, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৪ আগস্ট বিকাল ৩ টায়, প্রতিক বরাদ্দ ৫ আগস্ট সকাল ১১টা নির্বাচনের তারিখ ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।