সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিবপুরে ছাত্রনেতা নূর ই আলম মোল্লার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আকরামুল হাসান মিন্টু
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রদলের আমৃত্যু আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম নূর ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকালে মরহুমের কবর জিয়ারত করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নরসিংদী-৩ (শিবপুর) আসনের গণমানুষের নেতা জননেতা আকরামুল হাসান মিন্টু।
এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নূর ই আলম মোল্লা ছাত্রদলের একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ছিলেন, যিনি ছাত্র রাজনীতিতে অনন্য ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে শিবপুরের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়।