বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি | ২৮ জুলাই ২০২৫, বিকাল ৫:২৭
নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার দুই নারী সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সায়েদাবাদ এলাকার ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বায়েজিদ বিন মনসুর।
তিনি জানান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি জব্দ করা হয়।
এএসপি বায়েজিদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, এসব অস্ত্র শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার মালিকানাধীন। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
#রায়পুরা #নরসিংদী #অস্ত্রউদ্ধার #সন্ত্রাসবিরোধীঅভিযান #সোহেল_সন্ত্রাসী #বাংলাদেশপুলিশ