বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ। রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের যুবদল নেতার নেতৃত্বে বিএনপি’ নেতার বাড়িতে হামলা। পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে জেলা লিগ্যাল এইড অফিস মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ* যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, নরসিংদীর শিবপুরে গৃহবধূ হত্যা: ১৪ দিনের মাথায় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার। দিনাজপুরে পুলিশের অভিযানে*_ ইয়াবা ও নগদ টাকাসহ ১০ জন আটক। নার্সিং ডিপ্লোমাকে স্নাতক করার দাবিতে দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ইজিবাইকের ০৪ টি ব্যাটারী উদ্ধারসহ ০৩ জন কে গ্রেফতার” মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ।

দিনাজপুর প্রতিনিধি ॥

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি জিএম হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন এর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার স্বৈরাচারী কৌশল এবং সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। দিনাজপুর ১৩টি উপজেলার সাংবাদিকরাই তাদের হাতিয়ার, তাদের দিয়েই আজীবন সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদ ধরে রাখা যাবে। দিনাজপুর পৌর এলাকার প্রকৃত পেশাজীবী সাংবাদিক কার্যনির্বাহী কমিটিতে রাখলে ক্ষমতা হারানোর ভয় থাকে সে কারণেই বিভিন্ন অযুহাতে প্রকৃত সাংবাদিকদের বঞ্চিত রাখা হয়েছে। ‘‘এক কথায় সিয়ানা হটাও ধুর ফাসাও’’ তাহলেই চুটিয়ে অনিয়ম ও দুর্নীতি করা সম্ভব।
অভিযোগ রয়েছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর জন্মলগ্ন থেকে নির্বাচন না হওয়ায় এবং কার্যকরী কমিটিতে প্রকৃত সাংবাদিকদের পরিবর্তে প্রিন্টিং প্রেস মালিক, ব্যবসায়ী ও এনজিও কর্মীদের সদস্য করার কারণে চলছে আলোচনা সমালোচনা।
ইউনিয়নের কার্যকরী কমিটিতে প্রকৃত সাংবাদিকদের না রাখার অভিযোগ রয়েছে। কমিটিতে এমন ব্যক্তিদের সদস্য করা হয়েছে, যারা সংবাদ লিখতে বা পড়তে অক্ষম। এছাড়াও, দিনাজপুর পৌর শহরের ১৫-২০ জন এই ইউনিয়নের সদস্য রয়েছে, তারা দামি দামি মোটরসাইকেলযোগে দিনাজপুরের ১৩টি উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিদিন চাঁদা উত্তোলন করেন বলে অভিযোগও রয়েছে। এদের মধ্যে অনেকেই স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এবং সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর বিভিন্ন কর্মকা-ে তাদের ব্যবহার করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামীলীগ পন্থি সাংবাদিকদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই ইউনিয়নের সদস্য পদ দেওয়ারও অভিযোগ রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উপহার খাদ্য সামগ্রী বিতরণ নিয়েও চরম অনিয়মের অভিযোগ উঠেছে এই ইউনিয়নের বিরুদ্ধে ।
গত বুধবার (১২ মার্চ ২০২৫) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণের একটি পোস্ট ভাইরাল হয়। মিজানুর রহমান আইডী নামক পোস্টে উল্লেখ করা হয়, কল্যাণ ট্রাস্টকে ধোঁকা দিয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আওয়ামী লীগ সমর্থিত ভুয়া সাংবাদিকদের খাদ্য উপহার বিতরণ করছেন। তবে নিয়ম অনুযায়ী, এই উপহার সামগ্রী সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কার্যালয়ে বিতরণের কথা থাকলেও তা পার্বতীপুর উপজেলায় বিতরণ করা হয়। এ নিয়ে সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘোটনা ধামাচাপা দিতে, পরদিন ১৩ মার্চ ২০২৫ তারিখে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কার্যালয়ে ২০ জন সাংবাদিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তবে ৪০ প্যাকেট বরাদ্দ থাকলেও মাত্র ২০ প্যাকেট বিতরণ করা হয়। বাকি ২০ প্যাকেটের হুদিস না মেলায় বঞ্চিত সাংবাদিকরা এই বিষয়ে ইউনিয়ন সভাপতি জিএম হিরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অল্প কিছু উপহার এসেছে, নামের তালিকা করে বিতরণ করা হচ্ছে। অতিরিক্ত থাকলে আপনারা পাবেন। এছাড়াও, উপহার সামগ্রী বিতরণের সময় প্রত্যেক সদস্য থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সভাপতি এ বিষয়ে জানান, রংপুর থেকে উপহার সামগ্রী আনার খরচ হিসেবে এই টাকা নেওয়া হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পাঠানো তালিকা অনুযায়ী উপহার সামগ্রী পাঠানো হয়েছে। তবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর কার্যালয়ে সাদা কাগজে নাম লিখে উপহার বিতরণের ঘটনাকে “আই ওয়াশ” বলে উল্লেখ করেছেন বিএফইউজে নেতারা।
বঞ্চিত সাংবাদিক ইউনিয়নের সদস্যরা বলেন, “১৭-১৮ বছর ধরে নির্যাতন, মামলা, হামলা উপেক্ষা করে ইউনিয়নকে আঁকড়ে ধরে আছি, একদিন সুফল পাবো বলে, আজ তারই পুরস্কার পেলাম। দেশ স্বৈরাচারমুক্ত হলেও আমাদের ইউনিয়ন এখনও স্বৈরাচারমুক্ত মুক্ত হয়নি।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া এবং ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে বঞ্চিত সাংবাদিকরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম আব্দুল্লাহ এবং বিএফইউজে মহাসচিবের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত