বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় র‍্যাব-১১ এর মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা। নরসিংদী থেকে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার বদলি, শাস্তির দাবি স্থানীয়দের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেফতার। পুলিশের অভিযানে শার্শায় সাজাপ্রাপ্ত দুই আসামী আটক শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি.এম. মঈন উদ্দিন হিরুকে সদস্য পদ থেকে খারিজ/বহিষ্কার শার্শায় ধর্ষণ করে পালিয়ে যাওয়া সিরাজ আটক সোলাইমান সরকারের সহধর্মিণী ও একরামুল ইসলাম রবি গুরুতর অসুস্থ, দেখতে গেলেন ইঞ্জিনিয়ার বকুল

বোচাগঞ্জে দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা সেই কিশোরীর মৃত্যু মোছাঃ তহমিনা বেগম বিউটি

বোচাগঞ্জে দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা সেই কিশোরীর মৃত্যু
মোছাঃ তহমিনা বেগম বিউটি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা সেই কিশোরী মারা গেছে।
শনিবার (৫জুলাই) ১৫দিন চিকিৎসাধীন থাকার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোরী মুন্তাহীনা (১৪) বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের বাসিন্দা।
এরআগে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তাকে ভর্তি করা হয়।
জানা যায়, নিহত কিশোরীর পিতা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।এহাজারে উল্লেখ করেছেন অভিযুক্ত ধর্ষক মোঃ মোসলেম উদ্দিন (৫৮) বাদীর প্রতিবেশী চাচা। সেই সম্পর্কে নিহত কিশোরী তাকে দাদা বলে ডাকত এবং দাদীর সঙ্গে তাদের বাড়ীতে থাকত। এ অবস্থায় গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার মেয়ে বিষপান করে। পরে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ্য হলে সে জানায় চাচাতো দাদা তাকে ভয়বীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে প্রায় ধর্ষণ করত। পূর্বের ন্যায় গত ২৭মে রাতে ঘরের বাইরে নিয়ে এসে ধর্ষণ করে। বিষয়টি জানা জানি হয়ে গেলে ২১ জুন লোকলজ্জায় সে বিষপান করে। পরে তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে করা হয়। ১৫ দিন চিকিসাধীন থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মারা যায়।
এ ব্যাপরে জানতে চাইলে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ দিমেক হাসাপাতালের মর্গে রয়েছে। আগামীকাল রবিবার সকালে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।
দৈনিক ঢাকা

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত