শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীর মাধবদীতে চায়না ব্যাটারি কোম্পানিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদী সদর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদী রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষন মামলার আসামী র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার। রায়পুরা নিবাচন কমিশন অফিসে টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের অভিযোগে দুইজন আটক। নরসিংদীতে কৃষকদের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। নরসিংদীর পলাশ স্ত্রীর সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ঝুলে স্বামীর আত্মহত্যা। রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ একাই তিন পদ সামলান কাজী মোঃ আব্দুল খালেক মিয়া দুর্নীতি এখন নিয়মে পরিণত। মাছ কেটে সংসার চালাচ্ছে পলাশের শতাধিক পরিবার বেলাব উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণ।

শার্শায় বিএনপির লোগো সম্বলিত জার্সি গায়ে দিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক -৪

শার্শায় বিএনপির লোগো সম্বলিত জার্সি গায়ে দিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক -৪

 

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে দুইজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিলেও টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আরো দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে আরো দুই ছিনতাইকারীকে টাকাসহ আটক করে।

এ ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ছিনতাইয়ের শিকার ও গুরুতর আহত ওই ম্যানেজার রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। সে বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেড এর ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে বুধবার দুপুর ২ টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন-সাতক্ষীরা সড়কের উপর পৌছালে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩) তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে রোকনুজ্জামানকে আহত করে ৮ লাখ টাকা ছিনতাই করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। ওপর দুইজন ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গণধোলাইয়ের আহত ছিনতাইকারীদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযানে নেমে সন্ধ্যার দিকে টাকাসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তরিকুল ও রাব্বেলকে ও আটক করে।

পুলিশ আরো জানায়, ছিনতাইকারীদের যাতে কেউ বাধা দিতে না আসে সে জন্য কৌশল অবলম্বন করে বিএনপির লগো সম্বলিত জার্সি পরিহিত অবস্থায় ছিনতাই করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযানে নেমে মাত্র ৩ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের ছিনতাই করা টাকাসহ আটক করা হয়েছে। মামলা হয়েছে শার্শা থানায়। এ ঘটনার সাথে আর কোন চক্র জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত