বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রাক্ষনবাড়িয়ার বাঞ্ছরামপুরে অভিনব কায়দায় এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে ।
ফাহিমা খানম বিশেষ প্রতিনিধি।
২৯ ডিসেম্বর -২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পাহাড়িয়াকান্দি গ্রামের অদু হাজির বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। সরেজমিন পরিদর্শনে জানা যায়, আঃ হালিম মিয়া (৬০) পিতা কালুমিয়া। রাতে ১৫/১৬ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে তারা বিভিন্ন রকম শব্দ করতে থাকে। তাদের শব্দে হালিম মিয়া ও তাার স্ত্রীর ঘুম গেলে তারা বাড়িতে থাকা গবাদিপশুখেতে আসা শিয়াল অথবা চোর আসছে ভেবে দরজা খোলে, দরজা খোলার সাথে সাথে ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে ও তাদের বেঁধে ফেলে এবং তার মেয়ের গলায় ছুরি ধরে তাদের কে জিম্মি করে ঘরে থাকা নগদ দের লক্ষ টাকা ও স্বর্নলঙ্কার সহ প্রায় ত লক্ষ টাকার মালামাল নিয়ে রাজকীয় ষ্টাইলে চলে যায়।হালিম মিয়ার স্ত্রী ও মেয়েকে জিজ্ঞেস করা হলে তারা জাজান, ডাকাতরা মুখশ পরা ছিলো বিধায় আমরা তাদের চিনতে পারিনি। যাওয়ার পূর্ব বলে যায় তারা থানায় কোন মামলা বা জিডি করলে পরে এসে তাদেরকে স্বপরিবারে হত্যা করবে। ৩০ ডিসেম্বর -২০২৪ ইং তারিখ বিকেল ৫ টা পর্যন্ত হালিম মিয়া বা তাদের পরিবারের কেউ থানায় কোন ডায়রি বা জিডি করেনি।