শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিঘলিয়া থানা কমিটি গঠন।
এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
দিঘলিয়ায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিঘলিয়া থানা কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ শে নভেম্বর বুধবার বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে ৫ জন কে উপদেষ্টা করে মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয় । এ সময় নবগঠিত কমিটি দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান ( মিন্টু ) কে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । নবগঠিত উক্ত কমিটি কে গত ২৫ শে নভেম্বর বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির খুলনা শাখার সভাপতি এ.এস.এম. মনিরুজ্জামান খান , ও সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার শিব স্বাক্ষরিত ১ লা নভেম্বর থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করেন। উক্ত কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিঘলিয়া থানা কমিটির উপদেষ্টা হলেন ১। মেসার্স শেখ মেডিকেল হল এর শেখ হাফিজুর রহমান পথের বাজার দিঘলিয়া খুলনা, ২। মেসার্স রব মেডিকেল হল এর শেখ আশরাফ হোসেন পথের বাজার দিঘলিয়া খুলনা, ৩। মেসার্স জাকির মেডিকেল হল এর মো: মতিয়ার রহমান, ৪। মেসার্স শামিম মেডিকেল হল এর মো: নুর হাসান, ৫। মেসার্স আমেনা মেডিকেল হল এর মো:ইসরাইল হোসেন। এবং কমিটির সভাপতি মেসার্স আরিয়ান ফার্মেসি এর আল আমিন মোল্লা মোড়ল মার্কেট বাজার দিঘলিয়া খুলনা, সাধারণ সম্পাদক মেসার্স মা ফার্মেসির ইমরুল কায়েস (শাওন ) স্টার ২ নং গেট বাজার দিঘলিয়া খুলনা , সহ-সভাপতি মেসার্স সাবা মেডিকেল হল এর জি এম মোস্তাইন হোসেন (সেলিম), মেসার্স শিরিনা ফার্মেসীর মইনুদ্দিন। সদস্য মেসার্স আশা মেডিকেল হলের দুলাল চন্দ্র পাল , মেসার্স ফাতেমা মেডিকেল হল এর তরিকুল ইসলাম, হৃদয় ফার্মেসির ইয়াসিন মোড়ল, হিরা ফার্মেসির মো: লোকমান হোসেন, সুফিয়া ফার্মেসি মো: আবু বক্কার, রহমান মেডিকেল হল এর আশিকুর রহমান, ফাতেমা মেডিকেল হলের মোঃ রাসেল, রাজীব ফার্মেসির মো: রাজিব শেখ, দীপ্ত মেডিকেল কর্নার এর প্রদীপ কুমার অধিকারী, নুরজাহান ফার্মেসির আব্দুল হান্নান, মা ফার্মেসীর কামরুল ইসলাম, উত্তরা ফার্মেসীর মো: জিহাদ, আরমান ফার্মেসীর মো:রফিকুল ইসলাম।