বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
গত ১ সেপ্টেম্বর দেশ বার্তা নামক একটি অনলাইন পোর্টালে “মামলা তুলে নিতে বাদীকে অপহরণ” নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহীর বিরুদ্ধে ১১ কোটি টাকা লেনদেনের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি কারো প্ররোচনায় করা হয়েছে এটা সু-স্পষ্ট। কারণ প্রতিবেদক আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই ছাড়া এমনকি আমার বক্তব্য গ্রহণ না করে সংবাদ প্রকাশ করেছেন। এতে প্রতিবেদক আমার উপর অবিচার করেছেন বলে আমি মনে করি।
আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, মনজুর এলাহী সদস্য সচিব
নরসিংদী জেলা বিএনপি।