বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রওজা শরীফকে দুধ গোসলের মধ্য দিয়ে উদ্বোধন হলো হযরত গণি শাহ (রঃ ) এর তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন। দিঘলিয়া প্রেসক্লাবের ক্রীয়া সম্পাদক রানা মোল্লার শিশু কন্যার সুস্থতা কামনা  বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক  দিঘলিয়ায় তারেক রহমানের নির্দেশে দুঃস্হ এতিমদের মাঝে কম্বল বিতরণ।  বিএনপি নেতাদের সাথে আতাঁত করে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পলাতক চেয়ারম্যান যুবলীগ ক্যাডার আনিছুর  বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন। নরসিংদী মনোহরদী চালাকচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ। ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২

পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু

পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-যাত্রী সাধারণের সুবিধার্থে উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে “রূপসী বাংলা’ এক্সপ্রেস” ট্রেনের শুভ উদ্বোধণ ঘোষণা করা হলো। মাত্র পৌনে ৪ ঘন্টা সময় নিয়ে ঢাকায় পৌছবে ট্রেনটি। বিকাল ৩.২৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে যশোর,নড়াইল,কাশিয়ানী এবং ভাঙ্গা স্টেশনে বিরতি নিয়ে ঢাকায় পৌছবে সন্ধ্যা ৭টার দিকে। সপ্তাহের প্রতি সোমবার ট্রেনটি চলাচল করবে না।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় বেনাপোণ রেলওয়ে প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ ট্রেনটি’র উদ্বোধন ঘোষণা করেন-যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজজিস্ট্রেট-মো.আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এবং পুলিশ,বিজিবি সহ জেলা/উপজেলার উচ্চ পদস্থ সরকারী অফিসারবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে,বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি গত রোববার “প্রেসক্লাব যশোর” এ এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জানিয়েছে- বেনাপোল-যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্টের ট্রেনকে ‘উচ্ছ্বাস নয়, বিক্ষোভে’ বরণের কর্মসূচি পালন করে। তাদের দাবি পদ্মা সেতুর এই রুটে মাত্র একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে,আগে থেকেই রেল কর্তৃপক্ষ ঘোষণা দেয়-
২৪ ডিসেম্বর মঙ্গলবার পদ্মাসেতু লিংক প্রকল্পে মাত্র একটি ট্রেন দিয়ে যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্টে খুলনা ও বেনাপোল থেকে ট্রেন চলাচল করবে। ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা থেকে (খুলনা-ঢাকা-খুলনা) এবং রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোল থেকে যাতায়াত করবে। গত বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিডিউল অনুযায়ী, ২৪ ডিসেম্বর সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া- রাজবাড়ি-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে। এই ট্রেনগুলো পূর্বের রুটেই বহাল থাকছে।#

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত