শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
নরসিংদী -৩ শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক!
আর এ লায়ন সরকার নরসিংদী।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।