বুধবার, ৩০ Jul ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ৯ আগস্ট ভৈরবে দম্পতিসহ ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা। ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তা থেকে পৌর চাঁদা আদায় অবৈধ: পৌর আইন স্পষ্ট। বর্ষার পানি উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের দুই নারী সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিনাজপুরের বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক নারীকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, মামলা করলেন মা

মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, মামলা করলেন মা

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ে আইনুন নাহার আনিতা (২৬) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার বাবা মো. আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেছেন।

গতকাল সোমবার দুপুরের পর গ্রেপ্তার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জেরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতেন। কিন্তু হঠাৎ আনিতা গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত