মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ দাউদকান্দিতে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক রোববার আশুরা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দিনাজপুরে বাসায় চুরির ঘটনায় যুবক গ্রেফতার রায়পুরা মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাওড় আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। শিবপুর পুটিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মীসভা অনুষ্ঠিত। বোচাগঞ্জে দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা সেই কিশোরীর মৃত্যু মোছাঃ তহমিনা বেগম বিউটি যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির গ্রেফতার। টাঙ্গাইল ঘাটাইল এক শিশু শ্রমিককে চুরির অপবাদে পিটিয়ে হ*ত্যা।

নরসিংদী রায়পুরা মরজাল বাজারে নির্মাণাধীন মার্কেট ভাঙচুরের অভিযোগ।

নরসিংদী রায়পুরা মরজাল বাজারে নির্মাণাধীন মার্কেট ভাঙচুরের অভিযোগ।

আর এ লিয়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী রায়পুরা মরজাল বাজার এলাকায় মালিককে ভয় ভীতি ও নির্মাণাধীন মার্কেট ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোমেন মিয়া। অভিযোগ থেকে জানা যায় মরজাল বেলাবো (পুরাতন) রাস্তার পাশে বাজারে দেড় শতাংশ একতলা বিল্ডিংসহ ক্রয় করা জমিতে দীর্ঘদিন ধরে দোকানপাট ভাড়া দিয়ে আসছেন। প্রায় বেশ কিছু দিন যাবৎ মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামের হালিম মিয়া (৪২), পিতা- আসাদ মিয়া, ইসমাইল মদন (৪০), পিতা-তোফাজ্জল হোসেন এর সাথে বিভিন্ন বিষয় নিয়া শত্রুতা পোষণ করিয়া আসছে, বিগত দিনে কয়েকবার বড় ধরনের ক্ষতি করিবার জন্য পায়তারা চেষ্টার করেছেন বলেও জানান ভুক্তভোগী।

মঙ্গলবার ১৬/০৭/২০২৪ তারিখ সকাল অনুমান-০৯.০০ ঘটিকার সময় মমিন মিয়া
মরজাল পুরাতন বেলাব রোড সংলগ্ন ক্রয়কৃত জায়গার মধ্যে ওয়াল নিমার্ণ করিতে থাকিলে, বিবাদীরা অন্যান্য অজ্ঞাতনামা বিবাদীদের সহযোগিতায় নিমার্ণাধীন ওয়াল ভাঙ্গিয়া ক্ষতি সাধন করেন । ক্ষতির পরিমাণ পরিমান-৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা বলে জানান ভুক্তভোগী পরিবার।

বিবাদীদের বাধা নিষেধ করিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালি-গালাজ করেন, দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মারধর করিবার জন্য আগাইয়া আসে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে। বিবাদীদের ভয়ে আতংকের মধ্যে দিন যাপন করছেন মোমেন মিয়া ও তার পরিবার।

মার্কেটটি ক্রয়ের পর থেকেই স্থানীয় একটি চক্র লাখ টাকা চাঁদা দাবি করে ফোনে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় পরামর্শক্রমে চাঁদা না দিয়ে মামলা করার কথা বলায় ক্ষিপ্ত হয়ে মদন , ইসমাইলসহ ৫/৬ জনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী মোমেন মিয়ার নির্মাণাধীন মার্কেটে হামলা চালায়।

মরজাল বাজার কমিটির সভাপতি দুলাল খান, সাধারণ সম্পাদক রাশেদ জানান আমরা উভয় পক্ষকে বলেছি বসে সমাধান করে দিব তবে এটা বলার পরও আমাদের কথা না মেনে ওয়াল ভাঙচুর করা উচিত হয়নি, উভয়পক্ষের সমাধানের পরে ওয়াল ভাঙ্গা দরকার ছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায় এসবি গ্রুপ এ মার্কেটটির একটি অংশের মালিক অপর অংশ মমিন মিয়া নিকট থেকে অল্প টাকার বিনিময়ে ক্রয় করার জন্য তারা বিভিন্ন রকম তালবাহানা করছে এবং সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে।

এ বিষয়টি নিয়ে জানতে এস বি গ্রুপের মরজাল বাস স্ট্যান্ড সংলগ্ন তৃতীয় তলায় অফিস কার্যালয়ে গেলে, এস বি সাগর বলেন অনুমতি ছাড়া আপনারা কেন অফিসে আসছেন, আমি আপনাদের সাথে কথা বলতে রাজি নই হামলা আমাদের নেতৃত্ব হয়েছে যা পারেন করেন, আমাদের প্রয়োজনে ওয়াল ভেঙেছি।

অভিযোগ বিষয়ে জানতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন এর মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত