সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
নরসিংদীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-ইহসান ইসলামিক একাডেমীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(মাধবদী প্রতিনিধি):
প্রতিষ্ঠানটির হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে শনিবার একাডেমী সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। উক্ত-আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ইরান ও বাংলাদেশের বিশ্ব বিখ্যাত ক্বারীগন তাশরিফ আনেন। এসময় মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব তানভীর আহমদ মিয়া, প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন ইরানের বিশ্ব বিখ্যাত ক্বারীদের উস্তাদ শায়েখ সাঈদ বিযহানী , প্রধান মেহমান আন্তর্জাতিক কোরআন তিলওয়াত সংস্থা ইক্বরার সভাপতি শায়েখ আহমাদ বিন ইউসুফ আল-আযাহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদাৎ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আশরাফুল ইসলাম মামুন সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহাদী হাসান ও হাফেজ মাওলানা আবু কায়েছ এর তত্বাবধানে ৬ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।