শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্য লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তদের। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, নিহত লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ছিনতাই মামলা রয়েছে বলে জানান এলাকাবাসী,
স্থানীয়রা জানান, বাসাইল এলাকাস্থ ট্রমা সেন্টারে কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে বের হন লিজন মোল্লা। এ সময় ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, ‘মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় লিজনকে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ছুরিকাঘাতে লিজন মোল্লার নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে, কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ