শনিবার, ১২ Jul ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, বিকল গাড়ি–চুলাও নিভে গেছে নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি-নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ ও দোকান বন্ধ ঢাকার মিটফোর্ডে চাঁদার জেরে নৃশংস হত্যাকাণ্ড, বিচার চান নিহত সোহাগের পরিবার রায়পুরার মির্জাচরে বালু লুটপাট: প্রতিবাদ করলেই হামলা, সাংবাদিকদের হত্যার হুমকি চেয়ারম্যানের! নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ, আধিপত্য বিস্তারে উত্তেজনা | আহত ৩ যদি চাঁদাবাজি করে দলের নাম ব্যবহার করেই কেউ ছাড় পেয়ে যায়, তাহলে বিএনপি আর আওয়ামী লীগে পার্থক্য কী?” যশোর-বেনাপোল সীমান্তে ১০ দিনে ৩ চোরাকারবারীসহ ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটে উৎপাদন পুরোপুরি বন্ধ দিনাজপুর জেলার সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জদের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা” নরসিংদীর মাধবদীতে রুপালি ডাইং থেকে ৩ কোটি টাকা চাঁদা দাবি, তালা ঝুললো কারখানায়!

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-২

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-২

 

আশিকুর রহমান :-

 

নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি সক্রিয় বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের আবু সাত্তারের ছেলে মোঃ আকাশ (২৮) ও নরসিংদী শহরের বানিয়াঞ্চল এলাকার ফজলু মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকার রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে সিএনজি যোগে দুই সন্ত্রাসী অস্ত্র বহন করছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দুইজনের দেহ তল্লাশি করে ম্যাগজিন সহ দুইটি সক্রিয় বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, আমরা গোপন সংবাদ পাইযে, দুইজন চিহ্নিত সন্ত্রাসী সিএনজি যোগে অস্ত্রসহ নরসিংদী-রায়পুরা সড়ক ব্যবহার করে রায়পুরা আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা আশারামপুর (রায়পুরা-নরসিংদী) সড়কে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, আটককৃতরা চিহৃিত সন্ত্রাসীরা। তারা মনে হয় কোনো ধরনের অপরাধ করতে এসেছেন। তদন্তের মাধ্যমে তা বের হয়ে আসবে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, খুন, মাদক সহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত