বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামী মোঃ ইব্রাহিমকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১,
প্রেস রিলিজ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ০৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামী মোঃ ইব্রাহিমকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৩ জন, হত্যা মামলায় ৬৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৩২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৭৯ টি অস্ত্র, ১২৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২২০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৩৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২২০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২।
মামলার সূত্রে জানা যায় যে, ভিকটিম ০৭ বছরের শিশু কন্যা। ভিকটিম গত ১৩/০৩/২০২৫ তারিখ বেলা অনুমান ০১.০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি সাকিনস্থ ইব্রাহিম এর মুদির দোকানের সামনে দিয়ে আসার সময় আসামী মোঃ ইব্রাহিম (৫৩) চকলেটের খাওয়ানোর প্রলোভন দেখাইয়া তাহার দোকানের ভিতরে নিয়া যায় এবং ভিকটিমের পরনের পায়জামা খুলিয়া জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। ভিকটিমের ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে উক্ত আসামী মোঃ ইব্রাহিম ভিকটিমকে ছাড়িয়া দেয়। আসামীর আচরণে ভিকটিম ভয় পেয়ে অসুস্থ্য হয়ে পড়িলে পরবর্তীতে তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ আল আমিন বাদী হয়ে আসামী মোঃ ইব্রাহিম (৫৩) বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি জোরপূর্বক ধষর্ণের চেষ্টার সংক্রান্তে মামলা দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ-১৪/০৩/২০২৫ ইং, ৯(৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধীন ২০০৩।
৩। মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ ইব্রাহিম’কে গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ধষর্ণের চেষ্টা ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ ইব্রাহিম (৫৩), পিতা-মৃত আব্দুল মোতালিব, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-জয়নগর মাযাইর, ডাকঘর-মেরুয়াখলা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-রূপসী বাগানবাড়ি (রুবেল এর বাড়ীর ভাড়াটিয়া), তারার পৌরসভা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়গঞ্জ’কে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ আভিযানিক দল ১৫/০৩/২০২৫ ইং তারিখ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন জয়নগর মাযাইর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।