শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
দেশ প্রেমিকরা কখনো পালিয়ে যায় না : আমজাদ হোসাইন
পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও নরসিংদী শাখার জেনারেল সেক্রেটারি ও মাওলানা আমজাদ হোসেন বলেছেন, যে সরকার দেশপ্রেমিক সেই সরকার কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না, তারাই পালিয়ে যায় যারা এই দেশের কেউ না। যে সরকার পালিয়ে গেছে৷ তারা জনমতের রায়ে পালিয়ে যায়নি, তারা স্বাভাবিক পরিণতিতে পালিয়ে যায়নি, তারা দেখেছে তারা দেশে যে লুটপাট করেছে, খুন করেছে এবং অত্যাচার করেছে এর জন্য জনগণ যদি রাস্তায় নামে তাহলে তাদের বাড়িঘরের অস্তিত্ব থাকবে না সেজন্য তারা দেশ ছেড়ে পালিয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের ইছাখালী মাদ্রাসা ময়দানে গজারিয়া ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জামায়াতের পলাশ উপজেলার জেনারেল সেক্রেটারি মাসুদ করিম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক ইসমাইল খায়েরী, আব্দুল্লাহ আল ফয়সাল, মাওলানা আব্দুল বাসেত, ছাত্র শিবিরের সভাপতি জোবায়ের আল ফাহাদ, গজারিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাউসার আহমেদ সহ আরো অনেকে। সবশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।