শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
================================
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মাদক বিরোধী অভিযানে ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকা থেকে ১০০ পিস (মাদকদ্রব্য) টাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে । মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় গোপন সংসাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মিশকাতুল জাবিরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়ার মোঃ আব্দুস সাত্তারের পুত্র সোহেল রানাকে আটক করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিশকাতুল জাবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।