বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে এ নিয়ে ৩টি হত্যা মামলা হয়েছে ঘোড়াঘাটে আ্ইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক : থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের। ভালুকায় সাবেক ইউপি সদস্যের বিচার দাবিতে মানববন্ধন  দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় দুই কিশোরের নামে চার্জশিট নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্য লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের। যশোরের শার্শায় ছাত্রলীগ নেতা মফিজ ফেন্সিডিলসহ আটক

দিনাজপুরে জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

দিনাজপুরে জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

জাহিদ হোসেন দিনাজপুর।

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কোতোয়ালি থানায় হওয়া এই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা মো. রুহান হোসেন (৪১)। তিনি জেলা যুবলদের ধর্মবিষয়ক সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে রাজপথে নামেন। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় এলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বন্দুক, পিস্তল, দেশি অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ সময় রাহুল ইসলাম নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।

‘গানশটে’ রাহুলের মৃত্যু হয়েছে বলে তাঁর মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে। রাহুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাই মহারাজপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে রানীগঞ্জ এহিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, মো. মিথুন, মো. সুইট, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মো. রমজান, সালেকীন রানা, শাহ আলম, আবু ইবনে রজব, জন, হারুন অর রশিদ রায়হান, মমিনুল ইসলাম, ফরিদুল ইসলাম, ইমদাদ সরকার, রানা, ছাত্রলীগ নেতা মিথুন।
সুত্র : প্রথম আলো

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত