বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
দিনাজপুরের বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
মােঃ জাহিদ হোসেন, , দিনাজপুর প্রতিনিধি //
স্বৈরাচার খনি হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) বিকেল সাড়ে ৪টায় জেল রোড রােস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, বুটিবাবুর মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড়, মডার্ণ মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়্র আহমেদ কচি।
সমাবেশে বক্তারা স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেনসহ জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য, দিনাজপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলা দলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।