সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
দিনাজপুরের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আ’লীগ নেতা রিপনের খুটির জোর কোথায়
===================
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ঘাসিপাড়া (জেলখানার পিছেনর) মহল্লা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত নুরুল হকের পুত্র মোহাম্মদ ইবনে ফয়সাল ওরফে রিপন (৪৭) আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সাথে সেলফি তুলে লুটপাট, জমি দখল, টেন্ডারবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সরকার দলীয় ক্ষমতা দেখিয়ে শহরের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে হিন্দু সাম্প্রদায়িকদের জমি দখল ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে চাঁদা আদায় করতেন লক্ষ লক্ষ টাকা। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাবস্থায় এই সন্ত্রাসী রিপনের নামে একাধিক মামলা ও পত্রিকা এবং টেলিভিশনে সংবাদ প্রকাশ হলেও ক্ষমতার জোরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।ভুক্তভোগী ঘাসিপাড়া মহল্লার কার্তিক ও গনেশের সাথে কথা হলে তারা জানান, বিগত আওয়ামী লীগ সরকার থাকাবস্থায় রিপন দলীয় ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমাদের জমি দখল করেছে। সময় রিপনকে আমরা কোন কথা বলার সাহস পাইনি কারণ রিপনের সাথে সব সময় থাকতেন তার সন্ত্রাসী বাহিনী। আমরা জমি উদ্ধারের জন্য মামলা করি এবং দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী রিপনকে গ্রেপ্তার দেখতে চাই। আওয়ামী সরকারের ক্ষমতা দেখিয়ে সনাতন ধর্মাবলিদের প্রতি ব্যাপক অত্যাচার করেছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন এমপি মন্ত্রীদের ছত্রছায়ায় থেকে এলাকায় তান্ডব লীলা চালাতেন রিপন। চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ সকল প্রকার অসামাজিক কার্যক্রমে নেতৃত্ব দিত এই রিপন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে ছাত্রদের উপর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়েছিলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দিনাজপুরে ছাত্র রাহুল হত্যা মামলায় ৩টি মামলা হলেও সেখানে এই চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী রিপনের নাম নেই।
এলাকাবাসী জানায়, এই রিপন ঘাসিপড়া এলাকার একাধিক কোচিং সেন্টার থেকে আওয়ামিলীগের ক্ষমতা দেখিয়ে চাঁদা আদায় করতেন যদি কেউ চাঁদা দিতে অস্বীকার করতো তাহলে তাকে এলাকার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতেন এই সন্ত্রাসী রিপন। অবিলম্বে দিনাজপুরের সাধারণ মানুষ রিপনকে গ্রেফতার করতে জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ে রিপনের সাথে একা দেখবার যোগাযোগের চেষ্টা করা হলো মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।