শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
দিঘলিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রতিবাদ সভা ।
খুলনা প্রতিনিধি।
দিঘলিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রতিবাদ সভা। দিঘলিয়ার ব্রহ্মগাতী এলাকার বাসিন্দা মোঃ রাসেল কাজী এর বিরুদ্ধে সংবাদ প্রকাশে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় রাসেল কাজী বলেন তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানাভাবে হয়রানি মূলক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সংবাদ প্রচার করছে , যা কিনা তার ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবিষয়ে গত ১৮ অক্টোবর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ও একটি দৈনিক পএিকায় আমাকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। যা কিনা আদৌ সত্য নয়। এ বিষয়ে সাংবাদিকদের মত বিনিময়ে রাসেল বলেন, আমি দিঘলিয়া উপজেলায় ছোট্ট একটি সরকারি চাকরি করি বিভিন্ন কুচক্রী মহল আমার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করলে আমি তাদেরকে সুযোগ-সুবিধা না দেওয়ায় আমার নাম জড়িয়ে বিভিন্ন রকম হয়রানি মূলক সংবাদ প্রকাশ করেছেন। আমি একজন সরকারি কর্মচারী হিসেবে ব্যক্তিগতভাবে কাউকে সুযোগ-সুবিধা না দেওয়ায় আমার নামে মিথ্যা ও অপপ্রচার করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ।