মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
দলকে সুসংগঠিত করতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে: এম এ জামান।
আর এ লায়ন সরকার নরসিংদী।
বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দলের মাধবদী থানা কমিটির নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক এম এ জামান বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গুম, খুন, অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের বিবরণ তুলে ধরে বলেন, খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা ষড়যন্ত্র মূলক ভাবে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে কাজ করেছিলে। সেই পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। বিএনপি সাংগঠনিক ভাবে এখন অনেক শক্তিশালী। আর তার একমাত্র কারণ হচ্ছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপি নেতৃত্বে আজ বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী। তাই বিএনপিকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করতে মাধবদী থানা অন্তর্গত কৃষক দলের সবাইকে নিয়ে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে করবো।
তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্বে দিয়ে আসছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন মাঠ পর্যায়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মী সাহসী ভূমিকা রেখেছে। আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সময় এসেছে দল গোছানোর। নরসিংদী সদর এর প্রাণপুরুষ নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকনের হাতকে শক্তিশালী করতে মাধবদীর প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ কৃষক দলের শক্তিশালী কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়কে ত্বরান্বিত করতে কাজ করে যাবেন বলেও জানান।
জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে।
চরদিগলদী ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রে যাতে বিএনপি সকল নির্বাচনে বিজয় লাভ করে সে লক্ষ্যের জীবন বাজি রেখে কাজ করে যাবেন বলেও জানান।
গত চরদিগলদী ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা সফল করতে বিশাল বড় ভুমিকা রেখেছেন এম এ জামান। মাধবদী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক করায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরে এসেছে।
আগামী লড়াই সংগ্রামে এরকম একজন নেতার দরকার ছিল বলে জানান তৃণমূলের কৃষক দলের কর্মীরা।