শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
তুলতুল উইমেন পাওয়ার লিডারশীপ এওয়ার্ড পেলেন কথাসাহিত্যে।
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
নারী দিবসে উইমেন পাওয়ার লিডারশীপ এওয়ার্ড পেলেন কথাসাহিত্যে লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল।
স্মার্ট উদ্যাক্তা ফোরাম একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতি বছরের ন্যায় এই বছরেও বিশ্ব নারী দিবস উদযাপন করেছে এই সংগঠন। ২৭ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব নারী দিবস উপলক্ষে অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা উইমেন পাওয়ার লিডারশীপ এওয়ার্ড ২০২৫ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব্দ উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদীন আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোরট। উদ্ভোধক থাকবেন শিক্ষাবিদ ড: প্রফেসর আনিসুজ্জামান। প্রধান আলোচক থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ত পীরজাদা শহীদুল হারুন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অতিরিক্ত সচিব.অধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট কামার আফজা লিজা আর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ স্মার্ট উদ্যাক্তা ফোরাম।
উক্ত অনুষ্ঠানে সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য মনোনিত করা হয় জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলকে।
এখানে দেয়া হবে এওয়ার্ড. উত্তরীয়. সার্টিফিকেট. একটি ই ম্যাগাজিন প্রকাশিত হবে।।
উল্লেখ্য শাম্মী তুলতুল লেখালেখি করছেন একদম ছোট থেকেই জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় তার লেখালেখি শুরু এবং লিখে যাচ্ছেন। তিনি আরও অনেক সম্মাননায় ভুষিত হয়েছেন লেখালেখির জন্য। তিনি বলেন যেখোনো অর্জন আনন্দের।
আমার অন্য অর্জনের সাথে ২০২৫ এ নতুন এই অর্জন যোগ হলো। প্রকাশিত বইতের সং খা বাংলাদেশ/ভারত মিলিয়ে ১৬ টি।বই গুলো একুশে বইমেলা ও বাংলাশের সুপরিচিত অনলাইনে পাওয়া যাচ্ছে।